Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

ক্রমিক নং সেবা সমূহ যেভাবে আবেদন করতে হবে সংযুক্ত দলিলাদি
০১ ছবিসহ ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি করণ উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন ফরম নং-১১ ও ২ যথাযথভাবে পুলন করে দাখিল করতে হবে।

১.এস,এস,এস,সি সনদের  সত্যায়িত কপি(যদি থাকে)

২.জন্ম সনদের সত্যায়িত কপি

৩.পিতা,মাতা, স্বামী/স্ত্রী'র (যদি থাকে) আইডি কার্ডের ফটোকপি।

৩. নাগরিক সনদ/পরিচয়পত্র সত্যায়িত কপি

৪.টেলিফোন অবথা বিদ্যুৎ বিলের ফটোকপি অবথা চৌকিদারী রশিদের ফটোকপি

 

০২ জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত উপজেলা নির্বাচন অফিসার বরাবর নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। ১.মূল আইডি কার্ডসহ উপযুক্ত দলিলাদি সংযুক্ত করতে হবে।
০৩ ভোটার স্থানান্ত সংক্রান্ত উপজেলা নির্বাচন অফিসার বরাবর নির্ধারিত ফরম-১৩ ও ১৪ যথাযথ পূরণ করে দাখিল করতে হবে।

১.ইউ,পি চেয়ারম্যান/সদস্য কর্তৃক প্রত্যয়নপত্র।

২.টেলিফোন অথবা বিদ্যুৎ বিলের ফটোকপি

০৪ হারানো আইডি কার্ডের ডুপ্লিকেট কার্ড ইস্যু করণ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন পত্রের সাথে থানার মুল জিডি কপি(জিডি কপিতে আইডি নম্বর অথবা ভোটার নম্বর উল্লেখ থাকতে হবে) সংযুক্ত করতে হবে।
০৫ ভোটার তালিকা প্রদর্শন অফিস চলাকালীন সময়ে ছবিসহ ভোটার তালিকা জনসাধারণের মাঝে প্রদর্শন করা হয়ে থাকে।